Lyrics of ' Abaruddho Bhor ' by Forbidden Truth

On our website, we have the complete lyrics of the song Abaruddho Bhor that you were looking for.

Abaruddho Bhor is a song by Forbidden Truth whose lyrics have countless searches, so we decided it deserves its place on this website, along with many other song lyrics that internet users want to know.

If you've been searching for the lyrics of the song Abaruddho Bhor by Forbidden Truth for a long time, start warming up your voice, because you won't be able to stop singing it.

ধুসর মানচিত্রের বুকে
দিশেহারা সব
বিচ্ছিন্ন আর্তনাদে
কম্পিত আজ এই জনপদ

স্বাধীকার হারিয়ে পরাজিত বাস্তবে
মুক্তির আশায় ক্লান্ত শ্রেষ্ঠ জাতি আঁধারে

হাহাকারে, অন্ধকারে
হাহাকারে, অন্ধকারে

বিক্ষিপ্ত সপ্নদৃশ্য বিভিষীকার অগ্নিকুন্ডে
উজ্বল আগামীকে খুজে নিঃছিদ্র অন্ধকারে

হাহাকার আর আর্তনাদ হয়ে গেছে সব অর্থহীন
দুরে ঠেলে দেয়া আশার প্রদীপ, আজকে চাওয়া মূল্যহীন

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর

নিষ্ক্রীয়তার প্রতীক হয়ে মূল্য দেয় সেই প্রজাতী
মূর্খ শাসকের নেতৃত্বে আঁকরে ধরে দুর্নীতি

পরিনাম ভয়াবৃত তবু মত্ত ছিল উত্‍সবে
আঁধারে পথ হারিয়ে আটকে পরে চোরাবালিতে

হাহাকারে, অন্ধকারে
হাহাকারে, অন্ধকারে

বিকৃত সম্রাজ্যের লোভে বিধাতা যেন অসহায়
ভেসে থাকা ঘরকুটো স্বীয় পাপে দুরে সরে যায়

হাহাকার আর আর্তনাদ হয়ে গেছে সব অর্থহীন
দুরে ঠেলে দেয়া আশার প্রদীপ, আজকে চাওয়া মূল্যহীন

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর

অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর, অবরুদ্ধ ভোর ।

Play Escuchar " Abaruddho Bhor " gratis en Amazon Unlimited

Otras canciones de Forbidden Truth

There are many reasons to want to know the lyrics of Abaruddho Bhor by Forbidden Truth.

The most common reason to want to know the lyrics of Abaruddho Bhor is that you really like it. Obvious, right?

A very common reason to search for the lyrics of Abaruddho Bhor is the fact that you want to know them well because they make you think of a special person or situation.

Are you arguing with your partner because you understand different things when you listen to Abaruddho Bhor ? Having the lyrics of the song Abaruddho Bhor by Forbidden Truth at hand can settle many disputes, and we hope that it will.

On this page, you have at your disposal hundreds of song lyrics, like Abaruddho Bhor by Forbidden Truth.

Learn the lyrics of the songs you like, like Abaruddho Bhor by Forbidden Truth, whether it's to sing them in the shower, make your covers, dedicate them to someone, or win a bet.

Remember that whenever you need to know the lyrics of a song, you can always turn to us, as has happened now with the lyrics of the song Abaruddho Bhor by Forbidden Truth.